মাহমুদুল হাসান রুবেল (ভালুকা ময়মনসিংহ ):
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন পাড়াগাঁও গতিয়ার বাজারে নিজস্ব জমিতে চাষকৃত আজোয়া, খুরমা সহ বিভিন্ন জাতের খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি ধরে।
বিগত দেড় যুগ আগে সৌদি ফেরৎ মোতালেব হুসেন উরফে খেজুর মোতালেব কাজের বেতনের বিনিময় বিভিন্ন জাতের খেজুর বীজ নিয়ে আসে।
তার নিরলস শ্রমে এখন গড়ে ওঠেছে এক বিশাল সৌদিয়া খেজুর বাগান। এর নাম করন করা হয়েছে তার দুই ছেলে নামে “মোফাজ্বলে মিজান সৌদিয়া খেজুর বাগান “
এখন তার বাগানে প্রায় তিনশ র অধিক ফল সহ মাতৃ গাছ রয়েছে। জুলাই -আগষ্টে পাকা খেজুর নামে। দেশের দুর দুরান্ত হতে সৌখিন ক্রেতারা খেজুরও চারা কিনে নিয়ে যায়।
বর্তমানে সে একজন সফল ও প্রতিষ্ঠিত উদ্যোক্তা। অর্জন করছে অনেক জাতীয় পুরস্কার।
তার এই উদ্যোগে অনুপ্রানিত হয়ে এলাকার অনেকেই এ পেশায় ঝুকছে।