মাহমুদুল হাসান রুবেল, ভালুকা ময়মনসিংহঃ ভারত থেকে পেয়াজ রপ্তানি বন্ধের চব্বিশ ঘন্টার ভিতরেই পাইকারী বাজারে পেয়াজের দাম ১০-১২টাকা বেড়ে যায়। অল্প সময়ের মধ্যেই সারাদেশে একটা অন্যরকম পরিস্থিতি বিরাজ করে।
গতবছর সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ ভারত পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, এবারো ঠিক ঐ সময়েই পূর্ব ঘোষনা ছাড়া গতকাল হতে পেয়াজ রপ্তানি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে।
রাজধানী সহ দেশের অন্নান্য অঞ্চলের ন্যায় আজ ১৫/০৯/২০২০ইং ভালুকাতে পেয়াজ ও নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার মনিটরিং পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ও এসি ল্যান্ড রোমেন শর্মা ভালুকা বাজার,সিডষ্টোর বাজার ও মাস্টারবাড়ি বাজারে মনিটরিং পরিচালনা করেন।
এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় সিডষ্টোর বাজারে দুইজন ব্যবসায়ীকে ১০০০০/- জরিমানা করা হয়।
এবং উপজেলা নির্বাহী অফিসার নিত্যপ্রয়োজনীয় পন্যের সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।