ভালুকায় পেয়াজের বাজার মনিটারিং করেন উপজেলা প্রশাসন।ভালুকায় পেয়াজের বাজার মনিটারিং করেন উপজেলা প্রশাসন।

মাহমুদুল হাসান রুবেল, ভালুকা ময়মনসিংহঃ  ভারত থেকে পেয়াজ রপ্তানি বন্ধের চব্বিশ ঘন্টার ভিতরেই পাইকারী বাজারে পেয়াজের দাম ১০-১২টাকা বেড়ে যায়। অল্প সময়ের মধ্যেই সারাদেশে একটা অন্যরকম পরিস্থিতি বিরাজ করে।

গতবছর সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ ভারত পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, এবারো ঠিক ঐ সময়েই পূর্ব ঘোষনা ছাড়া গতকাল হতে পেয়াজ রপ্তানি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে।

রাজধানী সহ দেশের অন্নান্য অঞ্চলের ন্যায় আজ ১৫/০৯/২০২০ইং ভালুকাতে পেয়াজ ও নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার মনিটরিং পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ও এসি ল্যান্ড রোমেন শর্মা ভালুকা বাজার,সিডষ্টোর বাজার ও মাস্টারবাড়ি বাজারে মনিটরিং পরিচালনা করেন।

এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় সিডষ্টোর বাজারে দুইজন ব্যবসায়ীকে ১০০০০/- জরিমানা করা হয়।

এবং উপজেলা নির্বাহী অফিসার নিত্যপ্রয়োজনীয় পন্যের সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *