ভালুকায় সমতল ভূমিতে ব্যাপক হারে বেড়েছে ধান চাষ!ভালুকায় সমতল ভূমিতে ব্যাপক হারে বেড়েছে ধান চাষ!

মাহমুদুল হাসান রুবেল (ভালুকা ময়মনসিংহ )।
একদিকে ধান পেকে আসছে কিছুদিন পর কাটতে হবে। আবার অন্য দিকে ছোট চারা গাছ রোপন করা হয়েছে। নিন্মাঞ্চলের চেয়ে সমতল ভূমিতে ধানের ফলনও ভালো পাওয়া যাচ্ছে। হাওর কিংবা বিল -ঝিলে শুধু বোর ফসল ফলানো যায়, বাওরে আমন ধান আর বোর চাষ করা যায়। তবে সমতল ভূমিতে তিন ফসলি, চার ফসলি ধান চাষ করা যায়।
এর প্রথম উদ্যোগ নেয় নব্বইয়ের দশকে হবিরবাড়ি ইউ:বড়চালা গ্রামে গবেষনাধর্মী আদর্শ কৃষক আব্দুল মতিন। তখন তিনি ডিজেল চালিত গভীর নলকূপ দিয়ে ধান চাষ শুরু করেন। এতে তিনি অনেক টা আশানুরুপ ফলন পান, বর্তমান সময়ে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ভালো থাকায় সাবমার্সিবল পাম্প দিয়ে তিন – চার ফসলি ধান চাষ করছেন।
বর্তমান সময়ে এমন ধান চাষে এলাকার বহু কৃষক সাবমার্সিবল পাম্প দিয়ে কৃষি কাজ করছেন। নিজেদের খাদ্য চাহিদা যোগানের পাশাপাশি গো -খাদ্যের ভালো যোগান হচ্ছে, যা এখন আর্থিক লাভবানের হাতছানি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *