ভালো দাম পাওয়ায় এবারও আলু চাষে ঝুঁকছেন কৃষকরাভালো দাম পাওয়ায় এবারও আলু চাষে ঝুঁকছেন কৃষকরা

নিউজ ডেস্কঃ
গেল বছর আলুর ভালো দাম পাওয়ায় এবারও আলু চাষে ঝুঁকেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কৃষকরা। দীর্ঘ ১০ বছর আলু চাষ করে লোকসান গুণলেও গত বছর দাম ভালো পাওয়ায় এবার উৎসাহ নিয়ে আলু চাষ করছেন তারা।

সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নে দুই হেক্টর (১৫ হাজার বিঘা) জমিতে এ বছর আলু চাষ হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার মো. তাজুল ইসলাম।

জানা গেছে, গত ১০ বছর ধরে আলুর চাষ করে লাভের মুখ দেখেনি এ অঞ্চলের মানুষ। প্রতি বছরই আলু চাষ করে লোকসান গুণতে হয়েছে। তবে গত বছর আলুতে ধারণার চেয়েও বেশি দাম পাওয়ায় হাসি ফোটে কৃষকের মুখে। ফলে এ বছরও বেশি লাভের আশায় আরও উৎসাহ নিয়ে আলু চাষ করছেন কৃষকরা। তবে বীজ ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় এ বছর আলু চাষে খরচ বেশি পড়ছে।

বক্তাবলীর প্রসন্ন নগর এলাকার কৃষক ইকবাল হোসেন জাগো নিউজকে জানান, আলু চাষ করে দীর্ঘ ১০ বছর ধরে লোকসান গুণতে হয়েছে। ফলে আলু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। গত বছর দাম ভালো পাওয়ায় আলু চাষে উৎসাহ জেগেছে। এ বছর ২০-২৫ বিঘা জমিতে আলু চাষ করছি। আশা করছি এ বছরও ভালো দাম পাবো।

বক্তাবলীর কানাইনগর এলাকার কৃষক আব্দুল ওয়াদুদ ও জয়নাল আবেদীন জাগো নিউজকে জানান, গত বছর দাম ভালো পাওয়ায় এ বছর প্রত্যাশা নিয়ে প্রায় ৪০ বিঘা জমিতে আলু চাষ করছি। গত ১০ বছর আলুতে লাভ করতে পারিনি। তবে গত বছর ভালো দাম পেয়েছি। গত বছরের মত এ বছরও যদি আলুর দাম পাই তাহলে কৃষি কাজে উৎসাহ পাবো। সরকার যেন কৃষকদের প্রতি সু-নজর দেন সেই কামনা করছি।

নারায়ণগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার মো. তাজুল ইসলাম জাগো নিউজকে জানান, আলুর দাম ভালো পাওয়ায় গত বছরের চেয়ে এবার অনেক বেশি কৃষক আলু চাষ করবে। এ বছর আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের কৃষকরা ১৫ হাজার বিঘা জমিতে আলু চাষ করবে। কৃষকদের উৎসাহ দিতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সরকারের নির্দেশে কৃষকদের আমরা সার্বিকভাবে সহযোগিতা দিচ্ছি।
সুত্রঃ জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *