নিউজ ডেস্কঃ
বাংলাদেশের রপ্তানিতে তৈরি পোশাকের অবদান কমে আসার বিপরীতে বাড়ছে ওষুধ এবং পাট রপ্তানি; মহামারীকালে তা আরও বেড়েছে।
২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ চার হাজার ৫৩ কোটি ৫০ লাখ (৪০.৫৩ বিলিয়ন) ডলার আয় করেছিল।
এর মধ্যে তৈরি পোশাক থেকে আয় হয়েছিল তিন হাজার ৪১৩ কোটি ৩২ লাখ (৩৪.১৩ বিলিয়ন) ডলার।
অর্থাৎ ওই অর্থবছরে মোট রপ্তানির ৮৪ দশমিক ২০ শতাংশ এসেছিল পোশাক থেকে।
গত ২০১৯-২০ অর্থবছরে তা কমে ৮৩ শতাংশে নেমে আসে।
আর চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) তা আরও কমে ৮১ দশমিক ৩৫ শতাংশে নেমে এসেছে।
অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ে পাট ও পাটজাত পণ্যের অংশ ছিল ছিল ২ শতাংশ।
২০১৯-২০ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬২ শতাংশ হয়। আর চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে তা আরও বেড়ে ৩ দশমিক ৪২ শতাংশ হয়েছে।
এই চার মাসে মোট রপ্তানিতে ওষুধ খাতের অংশ হচ্ছে শূন্য দশমিক ৪৩ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে যা ছিল শূন্য দশমিক ৩২ শতাংশ।
সুত্রঃ বিডিনিউজ