মাছ ধরার মহোৎসবমাছ ধরার মহোৎসব

ফরিদপুরের আলফাডাঙ্গায় দলবেঁধে জাল দিয়ে মাছ ধরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাছ ধরার এ মহোৎসব মনে করিয়ে দিয়েছে গ্রাম বাংলার পুরনো স্মৃতি।
বৃহস্পতিবার এমন দৃশ্যের দেখা মেলে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিতের বানা ঐতিহ্যবাহী নিশিনাথ তলা এলাকায় খালে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ ধরা চলে। খেপলা জাল নিয়ে মাছ ধরায় মেতে ওঠেন এলাকার প্রায় ২০-২৫ শৌখিন মাছ শিকারি। তাদের জালে ধরা পড়ে পুঁটি, টেংরা, টাকি, বাইম, চিংড়ি, শোল, বেলেসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ।

দলবেঁধে মাছ ধরায় অংশ নেয়া স্থানীয় ইসাহাক শেখ, হোসাইন, জাকির হোসেন, প্রদীপ, আশুতোষসহ বেশ কয়েকজন জানান, এক সময় খেপলা জাল দিয়ে মাছ ধরা ছিল অহরহ বিষয়। এখন আর তা দেখা যায় না। খালের পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাই এলাকার কয়েকজন মিলে এভাবে মাছ ধরার উদ্যোগ নেন। খবর পেয়ে অনেকেই উৎসবে যোগ দেন। তবে আগের মতো জালে আর দেশি মাছ পাওয়া যায় না।

ইউপি সদস্য মো. আলিয়ার রহমান জানান, এলাকাবাসীর উদ্যোগে শুরু হয়েছে খেপলা জাল দিয়ে মাছ শিকার। ২০-২৫ জনের সমন্বয়ে একাধিক দল খালের বিভিন্ন স্থানে মাছ ধরছেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, হয়তো আরো দু-একদিন এভাবে মাছ ধরার চলবে।

আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন জানান, এক সময় এসব এলাকায় সবাই মিলে মাছ ধরতেন। এখন তা বিলুপ্তির পথে।

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ বলেন, এ দৃশ্য যেন বিলুপ্তির পথে। এমন উদ্যোগ নেয়ায় এলাকাবাসীকে সাধুবাদ জানাই। তারা পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে দীর্ঘদিন পর এমন আয়োজন করেছে।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *