খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বেসরকারিভাবে চাল আমদানি শুরু হয়েছে। তবে বিদেশ থেকে মানহীন চাল দেশে আনতে দেওয়া হবে না। গ্রাহক যে ধরনের চাল পছন্দ করেন, ব্যবসায়ীদের সে ধরনের চাল আমদানি করতে হবে।
শনিবার চট্টগ্রামের হালিশহরে সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হয়েছে। দেশে এখন মঙ্গা নেই। আমরা এখন পুষ্টি নিরাপত্তা নিয়ে কাজ করছি।
মন্ত্রী বলেন, চাল চিকন করতে গিয়ে ছাঁটাই করা করা হচ্ছে। অপচয় হচ্ছে। পুষ্টিমান কমে যাচ্ছে। জনসাধারণকে পুষ্টি-সমৃদ্ধ চাল খাওয়ার পাশাপাশি খাদ্যের অপচয় রোধ করতে হবে।
সরকারি খাদ্য গুদামে চুক্তি করেও যারা চাল সরবরাহ করেনি, তাদের কমপক্ষে ১ বছর শাস্তি পেতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারপর তাদের সঙ্গে সরকার আবার চুক্তি করবে। এরপরও যদি তারা সরকারি গুদামে চাল না দেয়, তাহলে ধান চালের ব্যবসা তাদের জন্য কঠিন হয়ে যাবে বলে সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে অর্জিত সুনাম ধরে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশীদ ইকবাল রেজভী, ডিআরটিসির সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক ঠিকাদার সমিতির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, হালিশহর সিএসডির ব্যবস্থাপক প্রণয়ন চাকমা এবং চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম প্রমুখ।
সুত্রঃ ডেইলি বাংলাদেশ