নিউজ ডেস্কঃ
মারবেল জাতের কপি চাষে সফল হয়েছেন বগুড়ার মুসা। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই পন্ডিতপাড়া গ্রামের কৃষক আবু মুসা আগাম জাতের উচ্চ ফলনশীল ফুলকপি ও বাধাকপি চাষ করে সফলতা পেয়েছেন। আবহাওয়া ভালো থাকলে ও কোনো রোগ বালাই না হলে জমি থেকে প্রায় ১০ টন কপি পাওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন।
আবু মুসা বলেন, সংসারে স্বচ্ছলতর জন্য চার বিঘা জমিতে মারবেল জাতের সাত হাজার ফুলকপি ও বাধাকপির প্রতিটি চারা এক টাকা দরে ক্রয় করে রোপন করেছিলাম। বর্তমানে কপি উঠতে শুরু করেছে। আর দু এক দিনের মধ্য পুরোদমে কপি উঠা শুরু হবে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার আসছে কপি নেয়ার জন্য।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই পন্ডিতপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবু মুসা চলতি মৌসুমে চার বিঘা জমি ৫০ হাজার টাকা দিয়ে পত্তনি নিয়ে মারবেল জাতের উচ্চ ফলনশীল ফুলকপি ও বাধাকপি চাষ করেছেন। ফলন ভালো পাওয়ায় লাভের আশা করছেন তিনি।
নন্দীগ্রাম উপজেলার কৃষি অফিসার আদনান বাবু বলেন, কপি, বেগুন ও মরিচসহ অন্যান্য শাক সবজি ও বিভিন্ন ফসল চাষ করা কৃষকদের আমরা সকল ধরণের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি।
সুত্রঃ আধুনিক কৃষি খামার