মাহমুদুল হাসান রুবেল (ভালুকা ময়মনসিংহ )
২৪ জুলাই ২০২০ ইং মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন। সেই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচী অনুযায়ী ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্যসাচীর নির্দেশে ভালুকায় উপজেলা ছাত্রলীগ নেতা হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান নয়নের নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
২৪ জুলাই শুক্রবার ভালুকার বিভিন্ন পয়েন্টের ফাঁকা জায়গায় প্রায় ১০০শত বনজ,ফলজ এবং ঔষধী গাছ রোপন করেন। এসময় ভালুকা উপজেলা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান নয়ন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার পর থেকেই এই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে যাচ্ছে এবং তিন মাস ব্যাপী তাদের এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করে যাবে।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপজেলার আরো নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।