নিউজ ডেস্কঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর অর্থায়নে, গজারিয়া উপজেলা পরিষদের তত্ত্বাবধানে এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গজারিয়ায়, মুন্সীগঞ্জের বাস্তবায়নে ২০/০৭/২০২০ খ্রি. থেকে ২২/০৭/২০২০ খ্রি. তারিখে তিন(০৩) দিন ব্যাপী এসএএও ও কৃষক-কৃষাণীদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। গত ২০/০৭/২০২০ খ্রি. তারিখে গজারিয়া উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। জাইকা প্রতিনিধি রুপা আক্তারের সার্বিক উপস্থিতিতে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষক কর্মসূচির প্রশিক্ষক হিসেবে ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ কৃষিবিদ মোহাম্মদ শাহ আলম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ এবিএম ওয়াহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান সাদী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আহমেদ নূর, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান মজুমদার ও কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদ হাসান। সার্বিক আয়োজনে ছিল উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গজারিয়া মুন্সীগঞ্জ।