গত সোমবার (১৮/০৫/২০২০ খ্রি.) মুন্সীগঞ্জের গজারিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা পরিষদের অর্থায়নে করোনা পরবর্তী সময়ে খাদ্য সংকট দূরকল্পে ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শাকসবজির বীজ বিতরণ হয়। করোনা কালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় বীজ বিতরণ অনুষ্ঠানের। গজারিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান মজুমদার এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান সাদীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহ আলম, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান নেকী (খোকন), মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খাদিজা আক্তার (আঁখি) ও উপজেলা কৃষি অফিসার জনাব কৃষিবিদ তৌফিক আহমেদ নূর।