মুড়িকাটা পেঁয়াজে কমলো দামমুড়িকাটা পেঁয়াজে কমলো দাম

নিউজ ডেস্কঃ
বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকায় দীর্ঘ দিন ধরে ঊর্ধমুখী দাম কমতে শুরু করেছে।

মুড়িকাটা পেঁয়াজের পাল্লা এখন ২০০ টাকা, কেজি ৪০ টাকা। শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৪৫ থেকে ৫০ টাকায়।

গত সপ্তাহে মুড়িকাটা পেঁয়াজ ৬০ টাকা আর পুরনো পেঁয়াজ ৬৫ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিন ধরে ফরিদপুর অঞ্চলের নতুন মওসুমের মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। মূলত সে কারণেই সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে ২০ টাকার মত।

নতুন আলুর দাম কমে এলেও পুরনো আলু এখনও আগের মতই ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া নতুন আলু এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

মৌসুমি শাকসবজির দামে তেমন কোনো হেরফের না থাকলেও আরেক দফা বেড়ে গেছে আমদানি করা আদা ও রসুনের দাম।

কারওয়ান বাজারের মসলা বিক্রেতা জুবায়ের মিলন জানান, গত এক সপ্তাহে চীনা রসুনের দাম কেজিতে ৭০ টাকা থেকে বেড়ে ৯০ টাকা হয়েছে, অনেক ক্ষেত্রে ১০০ টাকাতেও বিক্রি হচ্ছে। আর দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

চীনা আদার দাম এক সপ্তাহে ২০ টাকা বেড়ে ১৬০ টাকা হয়েছে। তবে দেশি নতুন আদা প্রতিকেজি ৯০ থেকে ১০০ টাকার মধ্যে মিলছে।

বাজারে দেশি টমেটোর সরবরাহ বাড়তে থাকায় আমদানি করা ভারতীয় টমেটোর দাম কমে এসেছে। আধাপাকা দেশি টমেটো প্রতিকেজি ৯০ টাকায় আর ভারতীয় টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি শসা ও গাজর ৪০ থেকে ৫০ টাকায়; সিম, বেগুন মানভেদে ২৫ থেকে ৩৫ টাকায়, মুলা ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ১৫ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে।

এ বাজারে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৩০ টাকায়, লেয়ার মুরগি ১৮০ টাকায়, সোনালী মুরগি ২২০ টাকায় এবং দেশি মুরগি ৪৫০টাকায় বিক্রি হচ্ছে।

সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *