মেহেরপুরে কলার বাম্পার ফলন লাভবান চাষিরামেহেরপুরে কলার বাম্পার ফলন লাভবান চাষিরা

নিউজ ডেস্কঃ 

চলতি মৌসুমে মেহেরপুরে কলার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ও স্থানীয় মাটি কলা চাষের উপযোগী হওয়ায় কলার এমন ফলন হয়েছে। আর এই অঞ্চলে কলার চাষ ভালো হওয়ায় দিন দিন কৃষকরা ঝুঁকছেন কলা চাষের দিকে। লাভবান হওয়ার আগামীতে আরও বেশি জমিতে কলার চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগের তথ্যমতে, এই মৌসুমে জেলার, গাংনী ও মুজিবনগরে ব্যাপকহারে কলার চাষ হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় কলার ফলন বেশি হওয়ার কারণে দিন দিন কলা চাষের প্রতি আগ্রহী হচ্ছেন চাষিরা। গত মৌসুমে জেলায় প্রায় ১৫০০ হেক্টর জমিতে কলার চাষাবাদ হয়েছিল। আর এ মৌসুমে প্রায় ২০০০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। আগামীতে কলা চাষ আরও বৃদ্ধি পাবে মনে করা হচ্ছে।

স্থানীয় কলা চাষি হাবিবুর রহমান বলেন, কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে কলার চাষ করেছিলাম। প্রথমবার ভালো ফলন পাওয়ার পর থেকেই কলার চাষ করে আসছি। এখন কলা চাষের জমি আরও বেড়েছে। সেই সাথে কলার চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছি। এ মৌসুমে আমি সবচেয়ে বেশি ফলন পেয়েছি।

উপজেল সদরের কলা চাষি মোনাজাত মাস্টার জানান, বিগত কয়েক বছর থেকে কলার চাষ আসছেন তিনি। এবার তিনি তার জমিতে মেহের সাগর কলার চাষ করেছেন। তবে তার কলা চাষের জমিতে কোন রাসায়নিক সার ব্যবহার না করে গোবর সার দিয়েছেলেন তিনি। এতে ফলন আরও বেশি ভালো হয়েছিল তার।

মেহেরপুরের উপজেলা কৃষি অফিসার নাসরিন পারভিন বলেন, আগের তুলনায় আমাদের এখানে কলা চাষ অনেক বেড়েছে। লাভজনক হওয়ায় কলা চাষে ঝুঁকেছেন চাষিরা। আমরা কলা চাষের ব্যাপারে কৃষকদের সব ধরণের সহযোগিতা করে যাচ্ছি।

সুত্রঃ আধুনিক কৃষি খামার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *