1. mahbub@krishinews24bd.com : krishinews :
শিরোনাম

মৎস্য সেক্টরই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে : খাদ্যমন্ত্রী

  • আপডেট টাইম : Thursday, November 26, 2020
  • 709 Views
মৎস্য সেক্টরই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে : খাদ্যমন্ত্রী
মৎস্য সেক্টরই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বের বুকে স্থান করে নিয়েছে। আমরা বিশ্বের মৎস্য উৎপাদনশীল দেশসমূহের মধ্যে ৩য়। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে মৎস্য বিশ্বের বুকে আমাদের দেশের পরিচয় ঘটিয়ে দিয়েছে। তাই দেশের মৎস্য সেক্টরই পারে দেশকে উন্নয়নের উন্নত শিখরে পৌঁছাতে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার মৎস্যজীবীদের নিয়ে ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের আয়োজন ও নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বিল পাড়ে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সূত্র: কালের কণ্ঠ

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com