1. mahbub@krishinews24bd.com : krishinews :

যুক্তরাষ্ট্র থেকে আসা ৩০টি গরু আটক

  • আপডেট টাইম : Saturday, February 13, 2021
  • 511 Views
যুক্তরাষ্ট্র থেকে আসা ৩০টি গরু আটক
যুক্তরাষ্ট্র থেকে আসা ৩০টি গরু আটক

নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৩০টি গরু এক জাতের ঘোষণা দিয়ে আরেক জাতের হওয়ায় জব্দ করেছেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে ১৭টি ষাঁড় এবং ১৩টি গাভী।

শুক্রবার সন্ধ্যার পর গরুগুলো জব্দ করা হয় বলে কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান।

গণমাধ্যমকে তিনি বলেন, খিলক্ষেতের ডেইরি সান প্রাইভেট লিমিটেড নামের একটি ফার্ম হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমদানির ঘোষণা দিয়ে ব্রাহমা জাতের গরুগুলো আমদানি করেছে। এর মধ্যে ১৭টি ষাঁড় এবং ১৩টি গাভী। গরুগুলোকে সাময়িকভাবে সংরক্ষণের জন্য সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

“যুক্তরাষ্ট্র সরকারের নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, সেগুলো ব্রাহমা জাতের। তারপরও আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এসে গরুর জাত নিশ্চিত করেছেন। ঘোষণা বহির্ভূতভাবে আনায় সেগুলো জব্দ করা হয়েছে।”
সুত্রঃ এগ্রি ভিউ

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com