1. mahbub@krishinews24bd.com : krishinews :

রাজশাহীতে রোপা-আমন রোপণে ব্যস্ত চাষিরা

  • আপডেট টাইম : Wednesday, August 12, 2020
  • 764 Views
রাজশাহীতে রোপা-আমন রোপণে ব্যস্ত চাষিরা
রাজশাহীতে রোপা-আমন রোপণে ব্যস্ত চাষিরা

নিউজ ডেস্কঃ
বর্তমানে রোপা-আমন ধান রোপণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী জেলার পুঠিয়ার স্থানীয় চাষিরা। এরইমধ্যে অধিকাংশ জমিগুলোতে ধান রোপণের কাজ প্রায় শেষ হয়েছে। বাকি জমিগুলোতে আগামী এক সপ্তাহের মধ্যে রোপণ কাজ শেষ হবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় সর্বমোট ৫৮৭০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উপশী) জাতের রোপা-আমন ধান রোপণ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ২০ হেক্টর জমিতে স্থানীয় জাতের (কালোজিরা-চিনি আতব) ধান রয়েছে। তবে উপজেলার পৌরসভাসহ চারটি ইউপি এলাকায় রোপা-আমন মৌসুমে বেশী ধান রোপণ করা হয়। অনুকূল আবহাওয়া বিরাজ করলে চাউল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১২০০ টন।

এ বিষয়ে তারাপুর এলাকার চাষি মজিবুল হোসেন জানান, বর্তমানে বাজারে ধানের দাম একটু ভালো, বিধায় বেশীরভাগ চাষিরা এই মৌসুমে ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন। যদিও এখনো অনেক চাষির জমিতে পাট রয়েছে। তারা পাট কেটে আগামী এক সপ্তাহের মধ্যে জমিগুলোতে ধান রোপণ শেষ করবেন।

পৌরসভা এলাকার কৃষক নুরুল ইসলাম বলেন, এবার নিজের তিন বিঘা জমির পাশাপাশি লিজ হিসেবে আরো দু’বিঘা জমিতে ধান রোপণের জন্য প্রস্তুত করেছি তবে শ্রমিক সংকটের কারণে রোপণ কাজ বিলম্ব হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূইয়া জানান, বাজারে ধানের মূল্য বেশ ভালো থাকায় কৃষকরা গত বছরের তুলনায় এ বছর একটু বেশি ধান রোপণে আগ্রহী হয়েছেন। অনুকূল আবহাওয়া বিরাজ করলে এবার ধানের ভালো ফল হবে বলে তিনি বলেন। আর মাঠ পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সুত্রঃআধুনিক কৃষি খামার

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com