বিশেষ সংবাদদাতাঃ
নো মাস্ক নো এন্ট্রি পন্থা অবলম্বন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুঠিয়া, রাজশাহীর আয়োজনে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শিবপুর হাট ব্লকে ব্রি ধান৮১ জাতের বোরোধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব ড. এস এম হাসানুজ্জামান,প্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব নাঈম হাসান, মনিটরিং অফিসার, অত্র প্রকল্প, কৃষিবিদ জনাব তন্ময় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার, পুঠিয়া,জনাব আব্দুল মালেক,ইউপি সদস্য।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব শামসুন নাহার ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার, পুঠিয়া, রাজশাহী।
ব্রি ধান৮১ উচ্চ ফলনশীল জাতটি উচ্চ প্রটিন সমৃদ্ধ এবং সুগন্ধ ব্যতীত প্রিমিয়ার কোয়ালিটি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান।
এই ধানের জীবনকাল ১৪৫- ১৪৮ দিন, গাছের উচ্চতা ১০০ সে.মি. এবং ফলন : ৮.৮ টন/হেক্টর ( প্রর্দশনীতে প্রাপ্ত)।
ব্রি ধান৮১ জাতের ধানের চাউল বাসমতির মত লম্বা হওয়ায় তা দেশীয় জিরার বিকল্প হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশাকরা যাচ্ছে।
প্রকল্প পরিচালক এবং উপজেলা কৃষি অফিসার সকলকে ব্রি ধান৮১ জাত আবাদ করার এবং পুষ্টি বিহীন তথাকথিত মিনিকেটে চাল বর্জন করে ব্রি ধান৮১ জাতের চাল খাওয়ার আহ্বান জানান।