রাজশাহীর পুঠিয়ায় ২০২১-২২ অর্থবছরের খরিপ ২/২০২১-২২ মৌসুমের উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই আবার বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় ৪৫০জন পেয়াজ চাষিকে ১ কেজি করে বীজ ও ২০কেজি ডিএপি ২০ কেজি পটাশ । ৫০ জন মাসকালাই চাষিকে ১০কেজি ডিএপি ৫ কেজি পটাশ। ৩০ জন পাট চাষিকে ১০কেজি ডিএপি ১০ কেজি পটাশ ও ১০কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়
মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে [৪৫০জন পেয়াজ চাষি ,৫০ জন মাস কালাই চাষি ও ৩০ জন পাট চাষি] মোট ৫শত ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সার ও বীজ বিতরণ করেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ শামসুন নাহার ভূঁইয়া, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্মময় সরকার প্রমূখ।