আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুঠিয়ায় ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমূখী,শীতকালীন পেঁয়াজ,মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কর্মসূচি – এর শুভ উদ্বোধন করা হয়
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুঠিয়ার আয়োজনে ৫০০ জন চাষীকে গম, ৮৫০ জন চাষীকে ভুট্টা, ৯০০ জন চাষীকে সরিষা,৫০ জন চাষীকে সূর্যমূখী,৩৫০ জন চাষীকে পেঁয়াজ,৫০ জন চাষীকে শীতকালীন মুগ, ১০০ জন চাষীকে মসুর, এবং ১৫০ জন চাষীকে খেসারী চাষে প্রনোদনার কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ডঃ মোঃ মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য – ৫৬, রাজশাহী – ৫ (পুঠিয়া,দুর্গাপুর) ও সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি. এম. হিরা বাচ্চু,চেয়ারম্যান, উপজেলা পরিষদ,পুঠিয়া,রাজশাহী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ, উপজেলা নির্বাহি অফিসার, পুঠিয়া,রাজশাহী এবং প্রনোদোনা বাস্তবায়নের দিক নির্দশনা প্রদান করেন কৃষিবিদ জনাব শামসুন নাহার ভূ্ঁইয়া,উপজেলা কৃষি অফিসার পুঠিয়া,রাজশাহী।
আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব তন্ময় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার, ভেটেরিনারি সার্জন, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।