ডেস্ক রিপোর্ট।
রাজশাহীর পুঠিয়ায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিনি কোল্ডস্টোরেজ উদ্ভোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক শস্য মোঃ তৌফিকুর রহমান।
পুঠিয়া উপজেলার শিবপুর হাট নামক স্থানের বাসিন্দা আলী হোসেন এই মিনি কোল্ডস্টোরেজ তৈরি করেন। এই কোল্ডস্টোরেজে আম, টমেটো, গাজর ও ড্রগন ফল রাখা যাবে।
পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকাল ৩ টায় রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কেজেএম আব্দুল আউয়াল, উপপরিচালক অতিরিক্ত পরিচালকের কার্যালয় রাজশাহীর মোঃ খয়ের মোল্লা, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হাসানুজ্জামান, পুঠিয়া উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার শ্রী তন্নময় কুমার, উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ।