রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষার দাবিরাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষার দাবি

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র ২০বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজশাহী কলেজ মিলনায়তনে দিনব্যাপি সম্মেলনে রাজশাহী ছাড়াও বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নেন।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের পরিবেশ সম্পর্কে ধারণাপত্র পাঠ করা হয়। এতে বলা হয়, বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর লাগাতারভাবে নিচে নেমে যাচ্ছে। শুষ্ক মৌসুমে হস্তচালিত টিউবওয়েলে এমন কি তারা পাম্পেও পানি ওঠে না। পুকুর বা খালে খরা মৌসুমে পানি থাকে না। সেচ কাজে ভূ-গর্ভস্থ পানির অধিক ব্যবহারের কারণে ভূমির ওপরের স্তর লৌহ ও অন্যান্য রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত হচ্ছে। ফলে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এতে পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহী অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য, বরেন্দ্র অঞ্চলে তিনটি ফসল উৎপাদনের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড জাপানের সংস্থা জাইকার সহায়তায় পদ্মার পানি দিয়ে সেচ সুবিধা দেওয়ার জন্য ১৯৮৮ সালে ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্পের’ সম্ভাব্যতা যাচাই করে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ৭৪ হাজার ৮৫০ হেক্টর জমি চাষাবাদ হবে। ফলে পরিবেশে ভারসাম্য ফিরে আসবে। এছাড়া পদ্মায় নব্য ফেরাতে ক্যাপিটাল ড্রেজিং করতে এখনই সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র রাজশাহী শাখা কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাপা’র সভাপতি জামাত খান। উপস্থিত ছিলেন সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক জালাল উদ্দিন সরদার, অধ্যাপক ড. হেমায়েতুল ইসলাম আরিফ।

এর আগে সকাল ১০টায় শহীদ মিনারের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান।

সুত্রঃ বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *