কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল,তেল ও মসলা বীজ উৎপাদন প্রকল্পের সহায়তায়, উপজেলা কৃষি অফিস, পুঠিয়া,রাজশাহীর নিবিড় তত্ত্বাবধানে পুঠিয়া উপজেলাতে তৈরী হয়েছে রাজশাহী জেলার সেরা বীজ উদ্যোক্তা।
২০২০-২০২১ অর্থবছরে ডাল,তেল ও মসলা জাতীয় বীজ উৎপাদন এবং বিতরণে রাজশাহী জেলাতে প্রথম পুরস্কার লাভ করেছেন জনাব মো: মতিউর রহমান বাবু, বেলপুকুরিয়া,পুঠিয়া,রাজশাহী। এ ছাড়াও ২০১৯-২০ অর্থবছরে রাজশাহী জেলার সেরা বীজ উদ্যোক্তা নির্বাচিত হন জনাব মো: আজিজুল ইসলাম, ধোপাপাড়া,জিউপাড়া। পুঠিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে ও পৌরসভাতে রয়েছে একজন করে ডাল,তেল ও মসলা জাতীয় ফসলের বীজ উদ্যোক্তা।
বীজ উৎপাদনে প্রশিক্ষিত এই বীজ উদ্যোক্তাগণ বীজ উৎপাদনের সকল নীতিমালা মেনে বীজ উৎপাদন এবং বিতরণ করে থাকেন।যার ফলে কৃষক ভাইয়েরা তাদের হাতের কাছে আধুনিক জাতের মান সম্পন্ন বীজ পেয়ে থাকেন।
কৃষক ভাইয়েরা নানা অজানা উৎস থেকে বীজ সংগ্রহ না করে তাদের প্রতিবেশী এই সকল বীজ ব্যবসায়ীদের নিকট থেকে বীজ সংগ্রহ করলে একদিকে যেমন মানসম্পন্ন বীজ পাবেন ঠিক তেমনি বীজ উৎপাদনকারীরা তাদের উৎপাদন ও সরবরাহের এই ধারা অব্যহত রাখতে উৎসাহী হবেন।