নিউজ ডেস্কঃ
সকালে ঘুম থেকে উঠে জমির মালিক দেখলো তার কলা ও আমের বাগান আর নাই। একদিন আগেও গাছের সবুজ পাতা বাতাসে দুলছিল সেখানে এখন শূন্য মরুদ্যান। এমন দৃশ্য দেখে হতবিহ্বল জমির মালিকসহ গ্রামবাসীরা।
নওগাঁর মহাদেবপুর ভীমপুর গ্রামে শক্রতার জেরে রাতের আধারে ৪শ কলা গাছ ও ১শ আমের চারা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জমির মালিক শফির উদ্দিন জানান, বসতবাড়ির পাশে দু’বিঘা জমির উপর দু’বছর আগে আম ও কলার বাগান গড়ে তোলেন।
এছাড়া জমিতে মরিচ রোপন করেন। কলার গাছগুলোতে ইতিমধ্যে কলা ধরা শুরু হয়েছিল। কিন্তু জমির একটি অংশ দাবী করে বিরোধ চলছিল একই গ্রামের আবু নাসেরের সাথে।
শফির উদ্দিনের অভিযোগ, শক্রতার জেরে রাতে এসব গাছ কেটে ট্রাকে করে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ ছাড়া মরিচের গাছ কেটে সাবাড় করে দেয়।
এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছে জমির মালিক শফির উদ্দিন।
সুত্রঃ সময়