গৌতম বর্মন,ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে জমির সবজি ক্ষেতের করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সদর উপজেলার খড়িবাড়ি গ্রামের মানুষজন দেখে ৪০ শতক জমির প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছে। এতে ওই কৃষকের প্রায় দেড় লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি এলাকার সবজি চাষী গোবিন্দ বর্মন এ বছর ৪০ শতক জমিতে করলার চাষ করেন। ইতোমধ্যে ওই জমি থেকে ৩ মণ সবজি বিক্রি করেন ৩ হাজার টাকায়।
এদিকে মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গোবিন্দ বর্মনের সবজি ক্ষেতের সব গাছ কেটে দেয় এবং তুলে ফেলে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন চাষী গোবিন্দ।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, এ বিষয়ে কৃষকের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।