সবুজ আলী আপন,লালমনিরহাট।।
বুধবার বিকেলে লালমনিরহাটের কাশিরাম এলাকায় বারি হলুদ-৫ এর জাত প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে লালমনিরহাট মসলা গবেষণা উপকেন্দ্র বিএআরআই এর বাস্তবায়নে ওই মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপকেন্দ্রটির সিয়িনর বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোস্তাক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা কৃষিস্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক ও মসরা গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা নাসিরুল ফরিদ।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা সিফাত জাহানের সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির ও হলুদচাষী মইনুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুল করিম।
অনুষ্ঠানে কৃষি বাণিজ্যিকীকরণের উপর গুরুত্বারোপ করে হলুদের মাঠ প্রদর্শনী পরিদর্শন করেন কর্মকর্তাগণ।