সাখাওয়াত হোসেন (ফেনী)
আজ ফেনী জেলার ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনয়নে শহীদ আলীহোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোপাল ইউনিয়ন তদন্ত্র কেন্দ্রের অফিসার ইনচার্জ শাহীন মিয়া, বিশেষ অতিথি-বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন (বলি), ঘোপাল তদন্ত কেন্দ্রের এস আই এনামুল হক, এবং ইউনাইটেড ট্রাস্টের ফেনী জেলা কোর্ডিনেটর মোঃ ফয়সাল ভূইয়া।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেদুল আলম ভূঁইয়া সবুজ। সভা পরিচলনা দায়িত্বে ছিলেন মোঃ রাসেল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগর্ণ ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।