1. mahbub@krishinews24bd.com : krishinews :

শায়েস্তাগঞ্জে ১৩০০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

  • আপডেট টাইম : Thursday, December 1, 2022
  • 161 Views
শায়েস্তাগঞ্জে ১৩০০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা
শায়েস্তাগঞ্জে ১৩০০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক হাজার ৩০০ কৃষকের মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সার গুদাম মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রণোদনা বিতরণ করা হয়।

এসময় ৬৮ লাখ টাকা মূল্যের দুটি ধান কাটার যন্ত্র (কম্বাইন্ড হারভেস্টার) মাত্র ২৪ লাখ টাকায় কৃষকের হাতে তুলে দিয়েছেন তিনি। এগুলোর মোট মূল্যের ৭০ শতাংশ ভর্তুকি পেয়েছেন কৃষকরা। অনুষ্ঠানে এক হাজার ৩০০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়।

আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি ক্ষেত্রের উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে। সার ও বীজের পাশাপাশি বিশাল ভর্তুকিতে মূল্যবান যন্ত্রপাতি দেওয়া হচ্ছে কৃষকদের। এ কৌশলে ফলন বেড়েছে প্রায় দ্বিগুণ। কিন্তু বিএনপির আমলে সেটি সম্ভব হয়নি। তারা সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছে। তাই কৃষিসহ সব ক্ষেত্রে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খান, প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর।

সুত্রঃ জাগো নিউজ

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com