নিউজ ডেস্কঃ
দক্ষিণ এশিয়ার মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থী পর্যায়ের প্রথম সংগঠন বাংলাদেশ সয়েল ক্লাব ২০২১ সালে তাদের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। ২০১৮ সাল থেকে সুত্রপাত হওয়া বাংলাদেশ সয়েল ক্লাব একটি মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষা বিষয়ক একটি সংগঠন যা সম্পূর্ণভাবে অরাজনৈতিক ও অলাভজনক। মৃত্তিকা বিজ্ঞানকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তোলার অঙ্গীকার নিয়ে এই সংগঠনের যাত্রা। নতুন সদস্য সংগ্রহ বিষয়ে বাংলাদেশ সয়েল ক্লাবের সভাপতি জনাব মোঃ মামুন হোসাইন জানান, “যারা বাংলাদেশের বৈধ নাগরিক ও শুধুমাত্র মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থী তারাই এ ক্লাবের নতুন সদস্য হিসেবে নিবন্ধিত হতে পারবেন। ক্লাবের সদস্যদের বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সয়েল ক্লাব। সদ্যসমাপ্ত ক্লাবের পুরাতন সদস্য যারা পুনঃনিবন্ধন সফলভাবে সম্পাদন করেছেন শুধুমাত্র তাদেরকে ০৪ (চার) দিনের আন্তর্জাতিক আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। একইভাবে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ক্লাব বদ্ধ পরিকর “। করোনা পরিস্থিতির মাঝেও ক্লাব কার্যক্রম স্বাভাবিকীকরণের জন্য ক্লাব কর্তৃপক্ষ বেছে নিয়েছেন অনলাইন মাধ্যমকে। বাংলাদেশ সয়েল ক্লাবের সাধারণ সম্পাদক জনাব সমীর কুমার হালদার জানান যে, ” বর্তমানে উদ্ভুত করোনা পরিস্থিতির কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই বন্ধ সময়েও যাতে মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থীদের নিজেদের সাবজেক্টের সাথে সম্পৃক্ততা বজায় রাখে সেজন্যই ক্লাব কার্যক্রম সচল রাখা। এতে করে ক্লাস বন্ধ থাকলেও কিছুটা হলেও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ক বিষয়াদি চর্চার মাঝে থাকবে সবাই। আগামী একমাসব্যাপী চলা এই কার্যক্রমের মধ্য দিয়ে নতুন অনেকেই ক্লাবের সাথে সংযুক্ত হবে”।
করোনা পরিস্থিতিতেও ঘরে বসে সময়টাকে কাজে লাগানোর এক অভুতপূর্ব পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ সয়েল ক্লাব। নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম ১৭ এপ্রিল থেকে শুরু করে আগামী মে মাসের ১৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে।
আগ্রহীদের সদস্য হওয়ার জন্য নিচের এই লিংকে ফরম পূরণ করে সদস্য ফি প্রদান করে সদস্য হতে পারবেন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf-q8EBUiBogsVu_pfJripVL-ueXqhnVdiJ369Vwh0bGfaXvg/viewform
আর যেকোন তথ্য জানতে রয়েছে ফোন নম্বর +8801773413759 ও ই-মেইল ঠিকানা bdsoilclub@gmail.com