বাংলাদেশের মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থীদের শিক্ষা ও প্রযুক্তিগত জনপ্রিয় সংগঠন বাংলাদেশ সয়েল ক্লাব, আজ থেকে ১৫ দিনব্যাপী একটি আর্টিকেল কনটেস্ট আয়োজন শুরু করেছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) এর উপরে। বাংলাদেশ সয়েল ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এলিজা মুনমুন কেয়া, অভিনব এক অনলাইন বার্তার মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে যার যার বাসায় অবস্থান করে শিক্ষা নির্ভর এবং সময়োপযোগী বিষয়ের উপর এমন একটি আয়োজন সফলভাবে শুরু করতে পেরেছে বাংলাদেশ সয়েল ক্লাব। উল্লেখ্য যে, বাংলাদেশের মৃত্তিকা বিজ্ঞান বা মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের যেকোন পর্যায়ের শিক্ষার্থী ফ্রি রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশ নিতে পারবে এই আয়োজনে। এই আয়োজনটি শেষ হবে আগামী ১৫ জুন ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে।