শেকৃবি-এর উদ্যানতত্ত্ব বিভাগ-এর অধ্যাপক মোঃ রুহুল আমিন আর নেইশেকৃবি-এর উদ্যানতত্ত্ব বিভাগ-এর অধ্যাপক মোঃ রুহুল আমিন আর নেই

নিউজ ডেস্কঃ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর উদ্যানতত্ত্ব বিভাগ-এর অধ্যাপক মোঃ রুহুল আমিন আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ শুক্রবার (২৬ জুন) বেলা ১:১৫ মিনিটে ক্যাম্পাসে তার বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বৎসর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, অসংখ্য গুণমুগ্ধ ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আছর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে মরহুমের জানাযা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ক্যান্সারের চিকিৎসায় বাসায় থেকেই অপারেশন পরবর্ত্তী কেমাথেরাপি নিচ্ছিলেন তিনি।

এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে এক শোকের ছাঁয়া নেমে আসে। অত্যন্ত সাদাসিধা ও সরল জীবনযাপনে অভ্যস্থ এ গুণী শিক্ষকে মৃত্যুতে তাঁর সহকর্মী ও ছাত্ররা গভীর শোক প্রকাশ করেছেন। সকলেই মরহুমের রূহের মাগফেরাৎ কামনা করেছেন এবং সেই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তাঁর মত নিবেদিত একজন শিক্ষককে হারানোয় শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকবার্তায় সংগঠনটি তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *