মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলায় ব্রিধান-৭৫ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা কৃষি অফিসের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন ধান প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পহেলা নভেম্বর রোববার দুপুরের দিকে উপজেলার নকলা ইউনিয়নের নকলা ব্লকের দক্ষিণ গ্রামের বীজ উৎপাদনকারী গ্রুপের দলনেতা কৃষক মো. মোফাখখারুল ইসলামের বাড়ির আঙ্গীনায় ২০১৯-২০ অর্থবছরের খরিপ-২ মৌসুমের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফ.এম মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. সাখাওয়াৎ হোসেন, এ প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিজুয়ানুল বারী রনি, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এসময় উপসহকারী কৃষি অফিসার মো. রেজাউল করিম ও সুজন দেবনাথসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।