সবুজায়ন ও অর্গানিক ফুডে উৎসাহী করতে বিনামূল্যে খেজুর চারা বিলিয়ে দিচ্ছেন এক উধ্যমী উদ্যোক্তা।সবুজায়ন ও অর্গানিক ফুডে উৎসাহী করতে বিনামূল্যে খেজুর চারা বিলিয়ে দিচ্ছেন এক উধ্যমী উদ্যোক্তা।

মাহমুদুল হাসান রুবেল (ভালুকা ময়মনসিংহ) :
ময়মনসিংহের শিল্পাঞ্চল খ্যাত ভালুকা উপজেলায় মেহেরাবাড়ি গ্রামে বসবাস করেন আমির হামজা।
পেশায় একজন টেক্সটাইল চাকুরীজীবি, শৈশব থেকেই পছন্দ কৃষি আর সবুজ পরিবেশ। পেশা পরিবর্তন হলে ও হাল ছাড়েনি।
কৃষি কে ভালবেসে গড়ে তুলছেন উদ্যান ফসলী নার্সারি। এতে রয়েছে নানা প্রজাতির খেজুর চারা ফলমূল, মসলা ও সব্জি জাতীয় চারা, দেশের বিভিন্ন প্রান্ত হতে সংগ্রহের পাশাপাশি সরবারহ ও করে থাকেন।
তাছাড়াও এখন তার সংগ্রহে রয়েছে অস্ট্রেলিয়ান আপেল, আনার, নাসপাতি সহ বিভিন্ন ফলের চারা ও বিভিন্ন আইটেম সব্জি জাতীয় ফসলি বীজ -চারা ও হাঁস মুরগী ও গবাদি পশুর খামার।
ইতোমধ্যে বিভিন্ন অর্গানিক আইটেম দেশের বহু জায়গায় সরবারহ করে ব্যাপক সাড়া ফেলেছেন।
সাড়া ভালুকায় সবুজায়ন ও অর্গানিক খাদ্যে উৎসাহিত করতে বিভিন্ন মসজিদ মাদরাসার আঙ্গিনায় বিনামূল্যে বিলিয়ে দিচ্ছেন সৌদিয়া খেজুরের চারা।
খেজুরের চারা সম্পর্কে জানতে চাইলে কৃষি নিউজ ২৪ কে বলেন, খেজুরের চারা সৌদি আরব থেকে পাঠান বড় ভাই তুল্য বন্ধু আফতাব উদ্দীন। বাংলাদেশে এটি অপ্রতুল, সবারই এর প্রতি টান রয়েছে। সবাই অর্গানিক টা খেতে পারেনা তাই সে চিন্তা মাথায় রেখে সবুজায়ন নির্মল বায়ু আর সকলের ধারে পৌছে দিতে ভালুকার বিভিন্ন মসজিদ -মাদরাসায় বিনামূল্যে চারা সরবারহ করছি। যখন ফলধরবে সবাই খাবে, এই চিন্তা ভাবনা নিয়ে দেশি এবং বিদেশি নানান জাতের ফলের চারা সংগ্রহ চালিয়ে যাচ্ছেন।

পরবর্তীতে যা সহজেই ছড়িয়ে যাবে দেশ ব্যাপি। আগামী প্রজন্মকে সবুজ পরিবেশ ও অর্গানিক খাদ্যে অব্যস্থ করার পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উনার সবচেয়ে বড় ইচ্ছে এবং চেষ্টা হচ্ছে, বাংলাদেশের প্রতিটা মসজিদ, মাদরাসা, স্কুল কলেজে দুষ্প্রাপ্য ফলের গাছ রোপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *