মাহবুবুর রহমান,পুঠিয়া(রাজশাহী)

সমকালীন চাষাবাদ পদ্ধতিতে ধান রোপণ করে আশার আলো দেখছেন পুঠিয়া উপজেলার কার্তিক পড়া গ্রামের মানুষ। তাঁরা একটা মাঠে সকল ধান একই রকেমের আবাদ করে (অন্য জাতের মিশ্রণ ছাড়া )ব্যাপক সফলতা পেয়েছেন।নেই উঁচু নিঁচু ঢেউ খেলানো ভাব।

একই রকম শীষ আর একই মাঠে সবাই একই ধান লাগিয়েছেন।সবাই মিলে একই মাঠে একই সাথে, একই দিনের চারা,একই গভীরতায় রাইস ট্রান্সপ্লান্টার (চারা রোপণের যন্ত্র) দিয়ে লাইন করে আধুনিক উচ্চ ফলনশীল ব্রি ধান-৮১ এর চাষাবাদ করেছেন পুঠিয়ার কার্তিকপাড়া ব্লকে ৷এই ধান একই সাথে কম্বাইন হারভেস্টার দিয়ে কাটার পরিকল্পনা আছে।

উপজেলা কৃষি অফিস পুঠিয়া শুধুমাত্র উদ্বুদ্ধকরণ (মোটিভেশন) এর মাধ্যমে এই অসাধ্যকে সাধন করতে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার, পুঠিয়ার সার্বিক দিক নির্দেশনায় এটি বাস্তবায়ন করছে কার্তিকপাড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন। তিনি তার ব্লকে সমকালীন চাষাবাদ পদ্ধতি বাস্তবায়নে কৃষক ভাইদের উদ্ধুদ্ধ করেছেন ৷

বিনা বরাদ্দে শুধুমাত্র মোটিভেশনের মাধ্যমে পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগন এই কাজটি করেছেন। কারণ করোনা পরবর্তী কাল, কৃষিই ধরবে হাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *