প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চলতি মওসুমের আম সংগ্রহ অভিযান শুরু উপলক্ষে আমাচষী ও বিপনণকারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা প্রশসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ।
আলোচকবৃন্দ আমচাষের বর্তমান অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা, আম সংরক্ষন, আমচাষীদের নানা সমস্য এবং সমাধান কল্পে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আমচাষীদের পক্ষে আমচাষী হাবিবুর রহমান, আড়ৎদার সমিতির পক্ষে বাপ্পী সরকার বক্তব্য রাখেন।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার,সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,আমচাষী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ উপজেলার সোহেল রানার বরেন্দ্র এগ্রো পার্কে আম সংগ্রহের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন।
কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালখ কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন এ মৌসুমে জেলায় ২৫ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে আম বাগান সৃজিত হয়েছে।
এরমধ্যে ১০ হাজার ৬শ ৩০ হেক্টর আম্রপালী, ৪ হাজার ৮০ হেক্টর গোপাল ভোগ, ৩ হাজার ৮শ ৯০ হেক্টর খিসরাপাত, ৩ হাজার ৭৫ হেক্টর ল্যাংড়া, ১ হাজার ৬শ ৬৫ হেক্টর নাগফজলী, ১ হাজার ২শ ৬০ হেক্টর আশিনা, ৮৫০ হেক্টর ফজলী, ৩০০ হেক্টর স্থানীয়, ১৬০ হেক্টর বারি আম-ফোর এবং ৪০ হেক্টর কুমড়াজ¦ালী।