প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: রোজিনা পারভীনের সভাপতিত্বে রোববার (২৯আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপজেলা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: আশীষ কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মেরাজ হোসেন সহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, ২৪৪.৪৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট পুকুরের সংখ্যা ৩ হাজার ৪শ ৪২টি। নদী ১টি ও বিল ১টি।
এই উপজেলায় মৎসজিবীর সংখ্যা ১হাজার ১শ’ ৭০জন। বর্তমানে এই উপজেলার মানুষের জন্য মাছের চাহিদা ৩হাজার ৬শ’ ৭৮ দশমিক ১০ মেট্রিক টন কিন্তু মাছ উৎপাদন হয় ৪ হাজার ৬ শ’ ২৮ দশমিক ৭০ মেট্রিক টন।
যাতে করে উপজেলার চাহিদা মিটিয়েও ৭শ ৫০ দশমিক ৬ মেট্রিক টন উদ্বৃত্ত থাকে। যা বাইরে রপ্তানি করা সম্ভব হয়।
এছাড়াও মৎস্য উদ্যক্তা তৈরীর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলছে বলেও জানান তিনি।