সাপাহারে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ও বরেন্দ্র এগ্রো পার্কের সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠিতসাপাহারে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ও বরেন্দ্র এগ্রো পার্কের সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠিত

 

প্রদীপ কুমার সাহা,সাপহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পরে আওতায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ও বরেন্দ্র এগ্রো পার্কের মধ্যে সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে মঙ্গলবার বিকেল ৪টায় সাপাহার পালপাড়া প্রকল্প অফিসে ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক মো: শাহজাহান সিরাজের সভাপতিত্বে বিশোধ আলোচনা করেন প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো:আলী রেজা মাসুম, সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর হাসিবুর রহমান, দিদারুল ইসলাম,আইযুব আলী,সাপাহার শাখা ব্যবস্থাপক লিটন চন্দ্র প্রামানিক, বরেন্দ্র এগ্রো পার্কের পরিচালক সোহেল রানা প্রমূখ।

উল্লেখ্য, ১৪টি জেলা ও ১৪টি উপজেলায় ৫১হাজার উপকার ভোগীর মাধ্যমে খুদ্র ও প্রান্তিক চাষী জরিপ ও খুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারিবারিক পুষ্টি উন্নয়নের জন্য কাজ করছে,এরি ধারাবাহিকতায় সাপাহার উপজেলায় ৫ হাজার সদস্যের উচ্চ মূল্যের ফল ফসলের চারা,ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধোকরণে প্রকল্পটি কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *