সাপাহারে বন্যায় ক্ষতিগ্রস্থ খামারিদের গো খাদ্য বিতরণসাপাহারে বন্যায় ক্ষতিগ্রস্থ খামারিদের গো খাদ্য বিতরণ

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রাপ্ত অর্থ দ্বারা বন্যায় ক্ষতিগ্রস্থ প্রাণিসম্পদ খামারীদের মাঝে বিনামূল্যে গো খাদ্য বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে উপজেলার পাতাড়ী ইউনিয়নের বলদিয়া ঘাট বকশিপাড়া,কাশিমপুর,হরিণবাড়ী,ঝালশুকা ও হঠাৎপাড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৯০ জন খামারীদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ১ কেজি গো খাদ্য (টি.আর.পি) এবং পরবর্তীতে বাড়ির আশে-পাশে ঘাসের বীজ সংরক্ষনের জন্য ১াট করে ঘাসের আটি বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা: আশিষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খান, সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *