প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় নওগাঁ
কার্যালয়ের এর বাজার মনিটরিং টিম পরিচালনা করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাজার মনিটরিং করার সময় উপজেলার পেয়াজ বাজারে পাইকারী ও খুচরা দোকানে পেয়াজের দাম বেশি নেওয়া, মুদিখানা দোকানে তেলের দাম বেশি নেওয়া এবং মূল্য তালিকা বোর্ড না থাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ এর সহকারী পরিচালক মো: শামীম হোসেন ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মোট ১৪
হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
এসময় সাপাহার উপজেলা সেনেটারী ইনেসপেক্টর শওকত আলী,সাংবাদিক প্রদীপ সাহা উপস্থিত ছিলেন।