সাপাহারে মানসম্পন্ন আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে প্রশিক্ষণসাপাহারে মানসম্পন্ন আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে প্রশিক্ষণ

 

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ব্যাগিং প্রযুক্তির মাধ্যমে গুণগত মানসম্পন্ন ও রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষে আমচাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বরেন্দ্র কৃষক প্রশিক্ষণ ও কৃষি উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বরেন্দ্র এগ্রো পার্কে প্রশিক্ষনে আমচাষীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সঠিক পরিচর্যার মাধ্যমে
গুণগত মানসম্পন্ন আম উৎপাদন ও বিদেশে আম রপ্তানি বিষয়ে পরামর্শ প্রদান করেন ড. মো: শরফ উদ্দিন, আম উৎপাদন ও রপ্তানি বিশেষজ্ঞ বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট গাজীপুর।

প্রশিক্ষণে বরেন্দ্র এগ্রো পার্কের পরিচালক সোহেল রানা জানান, এবারে ৫০ হাজার মেট্রিকটন ব্যাগিং ফ্রুট ব্যাগিং আম দেশের বাহিরে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।

এসময় প্রশিক্ষণে উপজেলার শতাধিক আমচাষী অংশগ্রহন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *