মোঃ এমরান আলী রানা, নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সজীব ইসলাম জুয়েলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচী কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিংড়া পৌর মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন গোলি-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস মোঃ বেলায়াত হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মুনির হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি,সাধারন সম্পাদক জুনাইদ হাসান জয়,স্বপন,হাকিম জয় সহ অন্যরা।
সজিব ইসলাম জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়ন করতে সিংড়রা মাটি ও মানুষের প্রিয় সন্তান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় এ বৃক্ষ রোপন কর্মসূচী চলমান থাকবে। আমরা উপজেলার স্কুল,মাদ্রাসা সহ গ্রাম পর্যায়ে বৃক্ষ রোপন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *