1. mahbub@krishinews24bd.com : krishinews :

সিলেটের কানাইঘাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Tuesday, November 8, 2022
  • 180 Views

মোঃআবুল হারিছ।কানাইঘাট প্রতিনিধি।

সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সোমবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ ও তিন শতাধিক কৃষকের মধ্যে ২ কেজি করে সরিষার বীজ বীতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো: মজিবর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হায়দার আলী টুটুলের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃএমদাদুল হক, সিলেট বিএডিসি’র উপ সহকারী কৃষি প্রকৌশলী আব্দুল কুদ্দুস,
বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, কৃষক প্রতিনিধি হুমায়ুন কবির সুহেব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নং দিঘির পার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ৭ নং দক্ষিণ বাণী গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন, ২ নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন, ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর, মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপ সহকারী কৃষি অফিসার মোঃআবুল হারিছ, আলংগীর হোসেন,আজাদ মিয়া,মাহবুব আহমদ সহ কৃষি অফিস সহ অনান্য অফিসের সকল কর্মকর্তা, কৃষক ও কৃষাণী।

কানাইঘাটে অনাবাদি জমিকে চাষের আওতায় আনতে জনপ্রতিনিধি ও কৃষকরা সুরমা ডাইক মেরামত, সেচ পাম্প প্রদান সহ বিভিন্ন দাবী-দাওয়া জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের কাছে তুলে ধরলে তিনি কৃষি উৎপাদন বাড়াতে অনাবাদি জমিকে আবাদের আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com