হবিগঞ্জ,আজমিরিগঞ্জ উপজেলা কৃষি অফিসারের অকাল প্রয়াণে ৩৫ তম বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশন এর শোক প্রকাশহবিগঞ্জ,আজমিরিগঞ্জ উপজেলা কৃষি অফিসারের অকাল প্রয়াণে ৩৫ তম বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশন এর শোক প্রকাশ

শোক বার্তা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার উপজেলা কৃষি অফিসার (চলতি দায়িত্ব) ও বাংলাদেশ সিভিল সার্ভিসের কৃষি ক্যাডারের ৩৪তম ব্যাচের কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফারুকুল ইসলাম (পরিচিতি নংঃ ৩০০৯) বিগত ২০ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৩০ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে দুপুর ১২ঃ১০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল প্রয়াণে ৩৫ তম বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন এর সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত।

৩৫ তম বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

৩৫ তম বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় দপ্তর ও আইন সম্পাদক এবং কৃষি সম্প্রসারণ অফিসার পুঠিয়া, রাজশাহী জনাব কামরুল ইসলাম মারফত এই শোকবার্তা কৃষি নিউজ ২৪ এর কাছে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *