1. mahbub@krishinews24bd.com : krishinews :

হাতির পরে এবার অন্তঃসত্ত্বা গাভির সাথে নৃশংসতা

  • আপডেট টাইম : Sunday, June 7, 2020
  • 863 Views
হাতির পরে এবার অন্তঃসত্ত্বা গাভির সাথে নৃশংসতা
হাতির পরে এবার অন্তঃসত্ত্বা গাভির সাথে নৃশংসতা

NEWS DESK

ফেনীর সোনাগাজী উপজেলায় অন্তঃসত্ত্বা গাভি চুরির পর জবাই করে তার মাথা ও চামড়া গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ গেছে। শনিবার (৬ জুন) রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এক বছর আগে একই ধরনের নির্মম ঘটনা ঘটেছিল।
গাভির মালিক আবুল হোসেন বলেন, সংসার চালানোর একমাত্র অবলম্বন দুধের গাভি শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। আমি এখন কী করব?

তিনি বলেন, গত বছরের ২২ জুন গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। একইভাবে এ বছর ৫ জুন আমার গোয়ালে থাকা অপর গরুটিও (সাত মাসের অন্তঃসত্ত্বা গাভি) চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন একই জায়গায় জবাই করে গোশত নিয়ে যাওয়া গরুর মাথা ও চামড়া গাছে ঝুলতে দেখি।

তিনি আরও বলেন, এলাকায় আমার কোনো শত্রু নেই। তবে রাজনৈতিকভাবে আমি বিএনপির সমর্থক। এজন্যই আমার সঙ্গে এমন অমানবিক আচরণ করা হচ্ছে কি-না তাও বুঝতে পারছি না।

সূত্রঃ পূর্বপশ্চিমবিডি

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com