1. mahbub@krishinews24bd.com : krishinews :

১৫দিন ব্যাপী ২য় ন্যাশনাল সয়েল আর্টিকেল কনটেস্ট ২০২১ শুরু চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত 

  • আপডেট টাইম : Wednesday, September 15, 2021
  • 461 Views

 

বাংলাদেশের মৃত্তিকা বিজ্ঞানের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সয়েল ক্লাব, মৃত্তিকা বিজ্ঞানের কারিগরি জ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে।

উদ্ভুত করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকায় অনলাইন মাধ্যমকে ব্যবহার করে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর  পর্যন্ত ১৫ দিনব্যাপী  শিক্ষার্থীদের মাঝে আয়োজন করতে চলেছে “Soil Health Management ”  এর উপরে একটি আর্টিকেল কনটেস্ট। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মৃত্তিকা বিজ্ঞান বা মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের যেকোন পর্যায়ের শিক্ষার্থী ফ্রি রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশ নিতে পারবে এই অনুষ্ঠানে।

এই ধরণের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি পরিমাণে অনুসন্ধিৎসু হবে নিজেদের বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে। আর্টিকেল কনটেস্ট এর অনুষ্ঠানটি দিনের প্রথম প্রহরেই অনলাইন মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ সয়েল ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার হালদার।

সয়েল হেলথ ম্যানেজমেন্ট নিয়ে নানান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ও শিক্ষার্থীদেরকে এই বিষয়ে আরও আগ্রহী করে  তোলার জন্য ক্লাবের এই আয়োজন এই কথা বলেন বাংলাদেশ সয়েল ক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক ও আটিকেল কনটেস্ট আয়োজক উপকমিটির আহবায়ক মোঃ তিতাস পারভেজ।

বাংলাদেশ সয়েল ক্লাব সারা বাংলাদেশের মৃত্তিকা বিজ্ঞানের  শিক্ষার্থীদের নানান শিক্ষামুলক দিক নিয়ে এবং কারিগরি বিষয়ে দক্ষ করার প্রয়াস নিবে বাংলাদেশ সয়েল কাজ করে যাচ্ছে  বলে জানান বাংলাদেশ সয়েল ক্লাবের সভাপতি মোঃ মামুন হোসাইন।

বাংলাদেশ সয়েল ক্লাবের সভাপতি আরও বলেন শিক্ষার্থীরা যাতে মৃত্তিকা বিজ্ঞানের আরও বিষয় নিয়ে কাজ করতে পারেন সেজন্য বাংলাদেশ সয়েল ক্লাব সামনে আরও কিছু চমকপ্রদ ও আকর্ষণীয় পদক্ষেপ নিবে।

 

২য় ন্যাশনাল সয়েল আর্টিকেল কনটেস্ট ২০২১ এর রেজিস্ট্রেশন লিংক-

https://forms.gle/rY33bCRKHakgt75a8

নিউজ টি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন...

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2020 krishinews24bd

Site Customized By NewsTech.Com