৬৫ দিন বন্ধের সুফল পেলেন জেলে, ৪০ মিনিটে ধরা পড়ল ৭ লাখ টাকার মাছ৬৫ দিন বন্ধের সুফল পেলেন জেলে, ৪০ মিনিটে ধরা পড়ল ৭ লাখ টাকার মাছ

সেন্টমার্টিন দ্বীপের কাছে সাগরে ৪০ মিনিটে ১০৪টি লাল কোরাল ধরা পড়ল জেলের জালে। প্রতিটি মাছের ওজন ৫ কেজি। ধরা পড়া মাছের দাম বিক্রির জন্য ১০ লাখ টাকা হাঁকালেও শেষ পর্যন্ত ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মালিক রশিদ।

সেন্টমার্টিনের ব্যবসায়ী আয়াত উল্লাহ খুমনি জানান, বুধবার বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম ঘাটে নৌকার মালিক রশিদ প্রকাশ (বাগ্গুলা রশিদ) তার মাঝি-মাল্লাদের নিয়ে সাগরে টানা জাল ফেলেন। কিছু দূর যেতে না যেতেই তার জালে মাছে ভরে গেছে আঁচ করতে পেরে জেলেদের মাছ ধরার জন্য জাল তুলতে বলেন। পরে ১০৪টি লাল কোরাল ধরা পড়ে। সাগর থেকে মাছগুলো উদ্ধার করে ঘাটে আনলে উৎসুক জনতা ভিড় জমান।

এ বিষয়ে টেকনাফ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন জানান, ৬৫ দিন বন্ধের নির্দেশনা মেনে সাগরে জেলেরা মাছ আহরণে না যাওয়ায় এ সুফল পাওয়া যাচ্ছে।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *